প্রেমিকার করা ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ইসতিয়াক আহম্মেদ নামে এক বরকে গ্রপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেওভোগ নাগবাড়ী এলাকা থেকে তাকে গ্রপ্তার করা হয়। ইসতিয়াক দেওভোগ পশ্চিম নাগবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে।
মামলার বাদীর অভিযোগ, ইসতিয়াকের সঙ্গে তার চার বছরের প্রেম। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন ইসতিয়াক। সর্বশেষ গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে দেওভোগ নাগবাড়ীতে নিজের ভাড়া বাসায় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত।
মামলার অভিযোগে আরও বলা হয়, একাধিকবার বিয়ের কথা বললেও ইসতিয়াক নানা টালবাহানায় বিয়ে না করার পায়তারা করেন। পরে প্রেমিক ইসতিয়াকের অন্য মেয়েকে বিয়ে করার বিষয়টি জানতে পেরে ফতুল্লা থানায় এসে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন বাদী।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইসতিয়াককে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।’
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইসতিয়াককে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।’