দলে অবদান রাখাই তার কাছে সবার আগে। তাই নিজের ব্যাটিং ও কিপিংয়ে আরও মনোযোগী হতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন দিনেশ কার্তিক। তার জায়গায় এবারের আইপিএলের বাকি অংশে কলকাতাকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োন মরগান।
আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধিনায়ক বদলের খবর নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সাহসের জন্য কার্তিককে যেমন প্রশংসায় ভাসিয়েছে, তেমনি শুভকামনা জানিয়েছে নতুন দায়িত্ব পাওয়া মরগানকে।
কার্তিকের নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে কলকাতার প্রধান নির্বাহী ভেনকি মাইসুর বলেছেন, ‘আমরা খুব ভাগ্যবান যে দিনেশ কার্তিকের মতো অধিনায়ক পেয়েছি, যার কাছে দলই সবার আগে। অনেক সাহস থাকলেই কেবল কারও পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’ কার্তিকের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তারা রীতিমতো অবাক, ‘আমরা তার সিদ্ধান্তে বিস্মিত, যদিও তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’
২০১৯ সালে ইংল্যান্ড প্রথম বিশ্বকাপ জিতেছে মরগানের নেতৃত্বে। ইংলিশদের টি-টোয়েন্টি দলের অধিনায়কও এই বাঁহাতি ব্যাটসম্যান। তাকে নেতৃত্বে পেয়ে আনন্দিত কলকাতার প্রধান নির্বাহী, ‘আমরা এজন্যও ভাগ্যবান যে ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক ইয়োন মরগান আছেন, এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব সামলানো মরগান প্রতিযোগিতার বাকি অংশে দলকে নেতৃত্ব দেবেন।’
আইপিএলের আগের দুই আসরেও কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন কার্তিক। এবারের টুর্নামেন্টের অর্ধেক মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটিতে অধিনায়কের দায়িত্ব সামলেছেন আড়াই বছর। সংযুক্ত আবর আমিরাতের এবারের প্রতিযোগিতায় কার্তিকের নেতৃত্বে ৭ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা।
কলকাতার অধিনায়ক হিসেবে মরগানকে দেখতে অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। আজই টস করতে দেখা যাবে ইংলিশ অধিনায়ককে। রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।