খবরে বলা হয়েছে, আটক পিএলএ সেনার নাম করপোরাল ওয়াং ইয়া লং। সোমবার লাদাখের পূর্বাঞ্চল দেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে ঘোরাঘুরির সময় আটক করা হয় তাকে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চীনা সেনাকে চিকিৎসা সহযোগিতা দেওয়া হচ্ছে। তাকে অক্সিজেন, খাবার ও শীতের পোশাক দেওয়া হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, পিএলএ’র কাছ থেকে নিখোঁজ সেনার তথ্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।
© 2022 MAH London News 24