কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছোট বোনদের সঙ্গে অভিমান করে কিটনাশক পানে বড় ভাইয়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম (২০) ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি চকরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে সে বাড়ির লোকজেনর সামনে কিটনাশক পান করেন। পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
শহীদুলের বাবা আজিজুর রহমান বলেন, ‘বিকেলে আমার চায়ের দোকানে আমাকে সময় দিয়ে বাড়ি যায় শহীদুল। বাড়িতে গিয়ে তার ছোট দুই বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে অভিমান করে বাড়িতে থাকা কীটনাশক পান করে সে। এ সময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ছেলে মারা যায়।’
এ ব্যাপারে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.আশরাফ হোসেন বলেন, ‘আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’