দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও এক হাজার ৪৯৩ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ২৩ জন। গতকালের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুই-ই বেড়েছে আজ।
দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ তিন হাজার ৭৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৭৭৩ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ২০ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ৩৩৫ জন।