বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমা প্রকাশের বাড়ি থেকে মাদক উদ্ধার করেছে দেশটির নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। যে কারণে কারিশমার বাড়ির দরজায় একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে এনসিবি সদস্যরা।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, বাড়িতে এনসিবি’র তল্লাশির সময় কারিশমা কোথায় ছিলেন তা জানা যায়নি। তার খোঁজও পাওয়া যাচ্ছে না।
কারিশমার বাড়ি থেকে এনসিবি কত পরিমাণ মাদক উদ্ধার করেছে, তা জানায়নি। তবে শিগগিরই এ বিষয়ে গণমাধ্যমে কথা বলবে বলে জানিয়েছে সংস্থাটি।