তুরস্কে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। রিখটার স্কেলে সাত মাত্রার ওই ভূমিকম্প আজ শুক্রবার অ্যাজিয়ান সাগরে আঘাত হানে। গ্রিসেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সন্ধ্যার দিকের এই ভূমিকম্পের পর ইজিয়ান সাগরের তীরবর্তী এলাকায় সুনামি দেখা দিয়েছে। সাগর উত্তাল হয়ে ওঠায় তুরস্কের ইজমির শহরের ও গ্রিসের কিছু রাস্তা পানিতে ডুবে গেছে।
গ্রিসের সরকারি টেলিভিশনে খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর পূর্বাঞ্চলীয় ইজিয়ান সাগরের সামোস দ্বীপে ক্ষুদে-সুনামির সৃষ্টি হয়েছে। এতে সামোসের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্ক ও গ্রিসের কর্তৃপক্ষ বলেছে, তুরস্কের ইস্তাম্বুলও ভূকম্পনে কেঁপে উঠেছে। গ্রিসের সামোস দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই দ্বীপে উঁচু ঢেউ আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ডুবে মারা গেছেন। আহত হয়েছেন ২০২ জন।