নিউজ ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ইংল্যান্ডের লকডাউন বিবেচনা করছে
প্রধানমন্ত্রী ইংল্যান্ড জুড়ে এক মাসব্যাপী লকডাউন বিবেচনা করছেন যাতে আগামী ক্রিসমাসের আগে পরিস্তিতি সহজ করা যায়।
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে ছাড় দিয়ে সোমবার একটি নতুন আদেশ “বাড়িতে থাকুন” ঘোষণা করা হতে পারে। বিবিসি সূত্রমতে যুক্তরাজ্য জরুরি বিধিনিষেধ জারি না করা হলে প্রথম তরঙ্গের তুলনায় অনেক বেশি মৃতের সংখ্যা বাড়বে । সূত্রমতে প্রতিদিন গড়ে মৃত্যু ৪০০০ জনের মৃত্যু হতে পারে। এই পরিসংখ্যানটি রোগের বিস্তারকে ধীর করে অন্তত প্রতিদিন প্রায় ২,০০০ এ নামিয়ে আনা সম্ভব।
উল্লেখ্য , এই বছরের বসন্তকালে করোনা মহামারীর পিক সময়ে যুক্তরাজ্যে একদিনে মৃত্যু এক হাজারেরও বেশিতে পৌঁছেছিল। সংক্রমণের হার বর্তমানে ইউরোপের বেশিরভাগ অংশে বেড়েই চলেছে | বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানিতে নতুন রূপের লকডাউন ঘোষণা করা হয়েছে ।