আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ১৪ বছর পর গ্রীক রাজধানী এথেন্সের মসজিদ খুলে দেয়া হলো। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রীক রাজধানীতে প্রথম মসজিদটি ১৪ বছরের আমলাতান্ত্রিক বিলম্বের পর উন্মুক্ত করে দেয়া হয়েছে। ইউরোপের বেশিরভাগ অঞ্চল যেমন গ্রিসে ক্রমবর্ধমান সংখ্যার কারণে সোমবার সন্ধ্যায় শারীরিক দূরত্ব মেনে অল্প সংখ্যক লোকের অংশ গ্রহণে মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কেবল অল্প সংখ্যক লোকই এতে অংশ নিতে পেরেছিল।
গ্রীক দৈনিক একাথিমেরিনী জানিয়েছে, মসজিদের প্রথম ইমাম হলেন জাকি মোহাম্মদ (৪৯)একজন মরোক্কান বংশোদ্ভূত গ্রীক নাগরিক। সোয়েটার মসজিদটি খোলার মাধ্যমে “গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতার একটি স্পষ্ট বার্তা প্রেরণ করা হচ্ছে”, ধর্মীয় বিষয়সমূহের সরকারী সচিব জর্গোস কালান্টজিসকে কাঠিমেরিনি পত্রিকার বরাত দিয়ে বলা হয়েছে। গ্রীক অর্থোডক্স চার্চের বিরোধিতায় ১৯৭৯ সাল থেকে মসজিদটি বন্ধ থাকে । ২০০৬ সালে গ্রীক সরকার অনুমুতি দেওয়ার পরও মসজিদটি খুলতে কয়েক বছর সময় লেগে যায় । ২০০৬ সালের ১.০৪ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদ নির্মাণের সিদ্ধান্তটি আমলাতান্ত্রিক বাধা, ডানপন্থীদের দ্বারা প্রতিবাদ এবং আইনী চ্যালেঞ্জেরকারণে বন্ধ ছিল। উল্লেখ্য গ্রীক সংখ্যাগরিষ্ঠ ৯৭ শতাংশই গোঁড়া খ্রিস্টান। তবে তুরস্কের সীমান্তে স্থল হওয়ায় এখানে কয়েক হাজার মুসলিম শ্রমিক এবং শরণার্থী বাস করে। তুরস্ক দীর্ঘদিন ধরে গ্রীক মুসলিম ও তুর্কি সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করে ঐতিহাসিক এই মসজিদগুলিকে ভেঙে ফেলে। সূত্র: নিউজ এজেন্সিগুলি














