আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চ্যারিটি সংস্থা প্রতিবছর স্কুল পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করে। করোনাভাইরাসের জন্য এবার এটি অনুষ্ঠিত হলো অনলাইন প্ল্যাটফর্মে।
সম্প্রতি অনলাইনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ী দলের সদস্যরা হলেন— সুজয় মাহমুদ, রাজিন আলী, মাহি জারিফ, শাহরিয়ার সীমান্ত, আবরার জাওয়াদ, আয়মান রহমান, বিয়াঙ্কা হাসান, আরিবা নাওয়ার আনোয়ার, ফাইরুজ হাফিজ ফারিন ও জাহরা চৌধুরী। এরা সবাই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি রাজধানীর দ্য টেক অ্যাকাডেমিতে রোবটিকস ও প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তারা।
তিন মাসের এই আয়োজনে সবাইকে তাক লাগিয়ে ১৭৪টি দেশের মধ্যে শীর্ষে উঠে আসে টিম বাংলাদেশ। গত বছর একই প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে বাংলাদেশ।
গত ১ জুলাই শুরু হয় এবারের প্রতিযোগিতা। ১২ সপ্তাহব্যাপী এই আয়োজনে ছিল তিনটি ধাপ— টেকনিক্যাল চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ ও প্রশ্নোত্তর পর্ব। তিন ধাপ মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৭ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দেশ চিলি ও আলজেরিয়ার পয়েন্ট যথাক্রমে ১১৫ ও ১১২।