নারীদের অশ্লীল মেসেজ পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ‘তৃণমূল নেতা’কে জুতাপেটা করেছে উত্তেজিত জনতা। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের রাজারহাটের দশদ্রোণে। এ বিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত ওই নেতা।
স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, দীর্ঘদিন ধরেই এলাকার নারীদের নানাভাবে উত্ত্যক্ত করতেন বুদ্ধদেব দাস নামের ওই ‘তৃণমূল নেতা’। অশ্লীল মেসেজ পাঠাতেন, কুপ্রস্তাবও দিতেন। ফলে এলাকার নারীদের মধ্যে ক্ষোভ জমেছিল অভিযুক্তের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে সম্প্রতি ফের এক নারীকে অশ্লীল মেসেজ করেন তিনি। গোটা বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও করেন ওই নারী। এরপর আজ মঙ্গলবার বুদ্ধদেব দাসকে নাগালে পেতেই তার ওপর চড়াও হন নারীদের। এলোপাথাড়ি জুতাপেটা করা হয় তাকে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। তাদের সামনেও চলে মারধর। দীর্ঘক্ষণ পর কোনোরকম উত্তেজিত জনতাকে শান্ত করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।