যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে। এমন মন্তব্য করেছেন এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। নির্বাচনের আগের দিন সোমবার ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনি প্রচারণায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের বিরুদ্ধে গত চার বছরে দেশকে ঐক্যবদ্ধ করার বদলে বিভেদের দেয়াল তৈরির অভিযাগ করেন বাইডেন। তিনি বলেন, আমাদের মধ্যে যিনি বিভাজন তৈরি করেছেন, তাকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখা যাবে না। আমেরিকানদের নিরাপত্তা যিনি দিতে পারেননি তাকে আর প্রেসিডেন্ট পদে দেখতে চাই না। আপনাদের সামনে এখন তাকে হটিয়ে দেওয়ার সময় এসেছে।
সোমবার রাতে পেনসিলভানিয়ায় আরেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ক্ষমতায় এলে নতুন দিন শুরুর অঙ্গীকার করেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার ভাষায়, ‘কাল থেকে নতুন দিনের শুরু।’
এদিনের প্রচারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন বাইডেন। একইসঙ্গে ক্ষমতায় আসলে দেশের সংকটকালে জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন তিনি।
সিএনএন-এর খবরে বলা হয়েছে, ১৯ মাস আগে নির্বাচনি প্রচার শুরুর সময়েও একই রকমের অঙ্গীকার করেছিলেন বাইডেন।
সোমবারের প্রচারে সমর্থকদের উদ্দেশে পরিবর্তনের জন্য নিজেকে ভোট দেওয়ার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, এই দেশকে বদলে দেওয়ার ক্ষমতা এখন আপনাদের হাতে। আপনারা কী ট্রাম্পকে বিদায় জানাতে প্রস্তুত?