করোনাভাইরাস মোকাবেলায় ইংল্যান্ডে চার সপ্তাহের লকডাউনকে সমর্থন জানিয়েছে সংসদ সদস্যরা । এর ফলে আজ মধ্যরাত থেকে লক ডাউন শুরু হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন লেবারের সমর্থন নিয়ে টরি এমপিদের এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন।সরকারের পক্ষে ৫১৬ ভোট পড়ে এবং বিপক্ষে ভোট পড়ে ৩৮। সরকার ৪৭৮ সংখ্যাগরিষ্ঠতা পায়।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বলেছিলেন কোভিডের বিস্তার মোকাবেলায় দ্বিতীয়লক ডাউন প্রয়োজন। তবে বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে এটি ব্যবসা ও মানুষের জীবন ধ্বংস করে দেবে।লকডাউনের মধ্যে পাব, জিম এবং অপ্রয়োজনীয় দোকান বন্ধ থাকবে । এই লক ডাউন ইংল্যান্ড জুড়ে তিন সপ্তাহের স্থায়ী থাকবে অর্থাৎ আগামী ২ ডিসেম্বর পর্যন্ত পূর্বের ন্যায় টিয়ার স্তরগুলি আরোপিত হবে।