মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাগ্য নির্ধারণে যে অঙ্গরাজ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার মধ্যে পেনসিলভানিয়া অন্যতম। এ অঙ্গরাজ্যটিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো ২৩ শতাংশ ভোট গণনা বাকি থাকায় এখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনেরও জেতার সম্ভাবনা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, পেনসিলভানিয়ায় ৫৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এ অঙ্গরাজ্যে বাইডেন পেয়েছেন ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট। তবে গণনার অপেক্ষায় থাকা ভোটগুলোই এই আশা দেখাচ্ছে বাইডেনকে।
পেনসিলভানিয়ায় এখনো ১০ লাখের বেশি ডাকযোগে দেওয়া ভোট গণনার বাকি। এটি খুবই গুরুত্বপূর্ণ বাইডেনের জন্য। কারণ, এবার ডেমোক্র্যাটদের মধ্যেই ডাকযোগে ভোট দেওয়ার প্রবণতা বেশি ছিল। এ ছাড়া ফিলাডেলফিয়া ও এর আশপাশের কাউন্টি এবং অ্যালেঘানি কাউন্টিতে প্রচুর ভোট পড়েছে বলে মনে করছেন ডেমোক্র্যাটরা। পিটসবার্গের আশপাশের এসব এলাকায় ডেমোক্র্যাট ভিত বেশ শক্ত। ফলে এসব এলাকার ভোট গণনার পর বাইডেন এগিয়ে যাবেন বলে মনে করছেন তার সমর্থকেরা।
পেনসিলভানিয়ায় গণনার অপেক্ষায় থাকা ডাকযোগে দেওয়া ব্যালটের একটি বড় অংশই ডেমোক্র্যাট ভিত হিসেবে পরিচিত কাউন্টিগুলোর। এ সব ব্যালটের গণনা অনেক কিছু পাল্টে দিতে পারে। এই ব্যালটগুলোর ৭০-৭৫ শতাংশ গণনার পরই বাইডেন এগিয়ে যেতে পারেন, যেমনটা হয়েছে উইসকনসিন ও মিশিগান অঙ্গরাজ্যে। তবে সব ভোট বা অধিকাংশ বাইডেনই পাবেন সেটি ভাবারও সুযোগ নেই। পেনসিলভানিয়ার পশ্চিমাঞ্চলে ট্রাম্পের অনেক সমর্থক রয়েছেন। সেখানেও প্রচুর ভোট পড়েছে। তাই ট্রাম্পের জন্য এ জয়ের পাল্লা ধরে রাখা কঠিন কিছু নয়।