মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে কয়টি অঙ্গরাজ্য ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তার অন্যতম মিশিগান। গুরুত্বপূর্ণ এ অঙ্গরাজ্যে এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তবে প্রথম থেকেই এ অঙ্গরাজ্যে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আজ বুধবার মার্কিন পূর্বাঞ্চল সময় (ইটি) ভোর ৫টা থেকে মিশিগানে বাইডেন সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে যান। পরে সকাল ৯টার পর থেকে এ ব্যবধান বাড়তে থাকে। এ অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। এখানে জয় পেলে হোয়াইট হাউসে যাওয়ার পথে এগিয়ে যাবেন বাইডেন। আরেক ব্যাটলগ্রাউন্ড উইসকনসিনেও ট্রাম্প ছাড়িয়ে গেছেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হচ্ছেন, তা এখনো রয়েছে ধোঁয়াশার মধ্যে। তবে এরই মাঝে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিজয়ী হওয়ার বিষয়ে দাবি করেছেন। যদিও এ দাবির কোনো যৌক্তিকতা নেই বলে দাবি সিএনএনের।