আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিখ্যাত কারী সুদানের শায়খ নুরিন মুহাম্মাদ সিদ্দীক শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, দেশটির ওমদুরমান থেকে ১৮ কিলোমিটার দূরে উত্তর রাজ্যের ওয়াদি হালফা থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরো তিনজন হাফেজে কোরআনেরও ইন্তেকালের খবর পাওয়া গেছে। খবর আলজাজিরা।
শায়খ নুরিন সিদ্দীক নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় উত্তর কার্ডোফেন রাজ্যের বড় অঞ্চলে কাটায়েবের শায়খদের কাছ থেকে কুরআন হিফজ শুরু করেন। তিনি একাধিক কেরাতে কুরআন তেলাওয়াতে পারদর্শী ছিলেন।
তার হৃদয়গ্রাহী তেলাওয়াত ছিল বিশ্ববিখ্যাত। বিশেষত রমযান মাসে হাজার হাজার মুসল্লি তার তেলাওয়াত শুনতে ছুটে আসত। তিনি সুদানের রাজধানী খার্তুমের বিখ্যাত একটি মসজিদের ইমাম ছিলেন।
সুদানের পক্ষে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বিশেষ করে মালয়েশিয়া ও দুবাইয়ে। যেখানে তিনি ৮৩টি দেশের সাথে প্রতিযোগিতায় কুরআন মাজীদ তেলাওয়াতে তৃতীয় আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেন।