ডেস্ক রিপোর্ট: সিলেটের এম সি কলেজের সাবেক উপাধক্ষ প্রফেসর জনাব যোবদুল হক গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে বারডেম হাসপাতালে আইসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। কিছুদিন আগে স্বপরিবারে কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর উনার শারীরিক সমস্যা দেখা দিলে জরুরী ভিতিত্তে আবারো হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অসখংজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য , প্রফেসর যোবদুল হক দীর্ঘ দিন সিলেট এম সি কলেজে শিক্ষকতা করে। তিনি এমসি কলেজের উপাধক্ষ হিসেবেও দায়িত্ব পালন করে। তিনি অবসরে যাওয়ার পর থেকে ঢাকাতেই অবস্থান করছিলেন। যোবদুল হকের শত শত ছাত্র ছাত্রী দেশে বিদেশে ছড়িয়ে আছেন। প্রফেসর জনাব যোবদুল হকের রোগমুক্তির জন্য সবার নিকট বিনীত আহবান জানিয়েছেন উনার অসংখ্য ছাত্রছাত্রী এবং আত্বীয় স্বজনরা ।