বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পাঁচটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে জাঁকজমকের কোনো কমতি রাখছে না বিসিবি। এরই মধ্যে এই টুর্নামেন্টের পাঁচটি দলের নাম ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে ওই পাঁচ দলের নাম জানায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। দলগুলো হলো ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। আগামী ১২ নভেম্বর ড্রাফটের মাধ্যমে দলগুলোর খেলোয়াড় ঠিক করা হবে।
আগামী সোমবার থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। প্রথম দিনেই ফিটনেস টেস্ট দেবেন নিষেধাজ্ঞা কাটিয়ে আসা সাকিব আল হাসান। এই টুর্নামেন্টের জন্য ১৬০ জন ক্রিকেটারের নাম তালিকাবদ্ধ করেছে বিসিবি। টুর্নামেন্ট শুরু হতে পারে ২০ অথবা ২২ নভেম্বর।
আজ শনিবার বিকেলে টুর্নামেন্ট নিয়ে এসব তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘২১ বা ২২ তারিখের দিকে টুর্নামেন্ট শুরু করার প্লান আছে আমাদের। সবকিছু আমরা আপনাদের জানিয়ে দিব। ড্রাফট আমরা সম্ভবত ১২ তারিখে করছি এবং প্রায় ১৬০ টা মতো প্লেয়ারের আমরা লিস্ট করেছি। ৯/১০ তারিখে আমাদের ফিটনেস টেস্ট আছে । খেলা সরাসরি দেখানো হবে টিভিতে।’