যেভাবে আটক হলো বহিস্কৃত এস আই আকবর
ভারতের মেঘালয় রাজ্যের দনা বস্তির পাইলট খাসিয়ারা আকবরকে আটক করে বাংলাদেশীদের কাছে হস্তান্তর করে। রবিবার রাতে ভারতের দনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তরীণ এলাকা থেকে এস.আই আকবরকে আটক করেন।
পরে সোমবার দুপুর ১টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশীদের কাছে খাসিয়ারা তাকে তুলে দেয়। দ্রুত এসআই আকবর আটকের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সিলেটের জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আকবরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে থানার এস.আই স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন।
এদিকে সীমান্তবর্তী কানাইঘাট দনা বিজিবি ক্যাম্পের একজন কর্মকর্তা বলেছেন, তারা জানতে পেরেছেন এসআই আকবরকে ভারতের মেঘালয়ের সেখানকার দনা বস্তি থেকে আটক করেছেন খাসিয়ারা। থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন নিচের লিংকে