তারুণ্যনির্ভর দিল্লি ক্যাপিটালসের সামনে ছিল প্রথম আইপিএল জয়ের হাতছানি। কিন্তু প্রতিপক্ষ যে মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়ন, সব মিলিয়ে শিরোপা রেকর্ড চারটি। সে কারণেই ফাইনালের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, মাইন্ড গেমে হয়তো কিছুটা এগিয়ে আছে তারা। দুবাইয়ের ফাইনালে সেই পার্থক্যটাই স্পষ্ট হয়ে উঠলো। ‘ফাইনাল অভিজ্ঞ’ মুম্বাইয়ের সামনে আত্মসমর্পণ করতেই হলো শ্রেয়াস আইয়ারদের। সমান্তরালে দিল্লিকে হারিয়ে মুম্বাই জিতলো আইপিএলের পঞ্চম শিরোপা।
আজ (মঙ্গলবার) ফাইনালে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো মুম্বাই। গত বছর চেন্নাই সুপার কিংসকে হারানো ফ্র্যাঞ্চাইজিটি প্রথমবার বিজোড় বছরে জিতলো ট্রফি। এর আগে জেতা চার শিরোপা এসেছিল- ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে। অর্থাৎ, এক বছর বিরতি দিয়ে তাদের ঘরে উঠেছে ট্রফি। এবার সেই ধারা ভেঙে জোড় বছরে জিতলো আইপিএল।