ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডের শিক্ষার্থীদের এ মাসের শেষ থেকে করোনাভাইরাস পরীক্ষা দেওয়া যেতে পারে যাতে তারা নিরাপদে বড়দিনে বাড়িতে পালন করতে পারে । উপাচার্যদের দেয়া বিশ্ববিদ্যালয় মন্ত্রীর এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে একটি গণ পরীক্ষার কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে। এটির ফলে দ্রুততার মধ্যে মাত্র ‘এক ঘন্টার মধ্যে ফলাফল’ দেওয়া সম্ভব বলে বিবিসি জানিয়েছে। যেসব শিক্ষার্থীরা কোবিড পজিটিভ হলে তাদেরকে আলাদা করে দেয়া হবে।