করোনাভাইরাসের টিকা আবিষ্কারে কাজ করছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না। তাদের তৈরি করোনা টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছিল। এবার তাদের টিকার দাম সম্পর্কে ধারণা দিলো এ প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানি ব্যানসেল জার্মান সাপ্তাহিক সাময়িকী ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে জানিয়েছেন, তাদের উৎপাদিত করোনা টিকা কোনো দেশের সরকার কিনতে চাইলে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম রাখা হবে ২৫ থেকে ৩৭ ডলার। বাংলাদেশি টাকায় যার মূ্ল্য হবে ২১০০ থেকে ৩১০০ টাকা।
তিনি বলেন, ‘আমাদের টিকার খরচ ফ্লুর টিকার মতোই প্রায়, যা ১০ থেকে ৫০ ডলারের মধ্যে।’ তবে চাহিদার পরিমাণের উপর তাদের টিকার দাম কিছুটা তারতম্য হবে বলেও জানান তিনি।
গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তা জানিয়েছেন, ইইউ কমিশন মডার্নার সঙ্গে কয়েক মিলিয়ন টিকার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের কাছে এর দাম ২৫ ডলারের নিচে রাখার কথা বলা হয়েছে।