যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান আর্ন এন্ড লিভ এর চেয়ার পারসন ফরিদা ইয়াস্মিন জেসি, তার স্বামি ফারুক আহমেদ রনি ও ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ ও পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠান টি পরিচালিত করে যাচ্ছে।
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কল্যাণকে আরও গতিশীল করে তোলার লক্ষ্যে ১৮ ই নভেম্বর (বুধবার), 2020 তারিখে বিকালে সিলেট নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ রেস্টুরেন্টে “আর্ন এন্ড লিভ ” ABLE এর উদ্ভোদন অনুষ্ঠানে প্রতিবন্ধী যুবক ও অভিভাবকদের মধ্যে কম্পিউটার ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্লাটিনাম লাউঞ্জ’র ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী শামীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লায়ন্স ফান্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা ডা.মুস্তফা শাহজামান চৌধুরী বাহার। পরিচালনায় ছিলেন মাহবুব হোসেন আজাদ জিসান।
আরও উপস্থিত ছিলেন, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক সংবাদপত্র সম্পাদক পরিষদ সিলেট’র সাধারণ সম্পাদক আবদুল মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার মজনু, আর্ন এন লিভ’র সিলেট প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, বাহরাইন প্রবাসী শরফ উদ্দিন, মকবুল হোসেন। ওমর ফোরকানি।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ান বাংলা টেলিভিশনের সংবাদ পাঠক ও আর্ন এন লিভের সুনামগঞ্জ প্রতিনিধি আবু জাফর। তিনি তার বক্তব্যে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা, মানবতার জাগ্রত প্রতীক ফরিদা ইয়াসমিন জেসির ভূয়সী প্রশংসা করেন তার মাধ্যমে সিলেটের বিভিন্ন জায়গায় আর্ন এন্ড লিভ এর কার্যক্রম তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আছিরগঞ্জ আর্ন এন লিভের’র আমান উদ্দিন আমু।
প্রধান অতিথির আসন অলংকৃতকারী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, আরিফুল হক চৌধুরী বলেছেন, ” “প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই প্রতিবন্ধীদের অবহেলা না করে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। যারা প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কাজ করছেন তাদেরকে স্যালুট জানাই। আমার চাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো সামনে নিয়ে আসতে। ”
শুধু তাই নয়, বিশেষ করে এই মহৎ কাজের জন্য যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি কে নগর ভবনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ইচ্ছে পোষন করেন তিনি।
সেইসাথে তাকে প্রসংসিত করতে বক্তারা তাকে সিক্রেট সুপার ষ্টার নামে অভিহিত করেন। জসিমকে নগর ভবনে চাকরি দেবার অভিমত প্রকাশ করেন মাননীয় মেয়র।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আছিরগঞ্জ আর্ন এন লিভ’র ওমর ফুরকানী আরিফ, সুনামগঞ্জ প্রতিনিধি আবু জাফর, জহিরুল ইসলাম, ডা. মোস্তফা শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম আতিক, আবু বকর প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে কম্পিউটার ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়।সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা প্রতিবন্ধী জসিম উদ্দিনকে একটি কম্পিউটার প্রদান করা হয়( আবু বকর নামক এক যুবকেও এই সহযোগিতা করা হয়। পূর্বের অনুষ্ঠানে)।সেই সাথে গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের প্রতিবন্ধী অমি বেগমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি মেয়র।