ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো ৪৯৮ জন যা গতকালের চেয়ে প্রায় ২০০ জন কম। গত বুধবার ছিলো ৬৯৬ জন এবং মঙ্গলবার ছিলো ৬০৮ জন। বৃটেনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭,৫৫৫ জন। গতকাল বুধবার ছিলো ১৮,২১৩ জন, মঙ্গলবার ছিলো ১১,২২৯ জন এবং সোমবার ছিলো ১৫,৪৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৫৬২ জন। (সূত্র দ্যা সান)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৫১ জন, ওয়েলসে ২৮ জন, স্কটল্যান্ডে ৫১ ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৮ মৃত্যুুর খবর প্রকাশ করা হয়েছে।