নিউজ ডেস্ক: ইংল্যান্ডে বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরে অর্থাৎ আগামী ২রা ডিসেম্বর থেকে প্রাইমার্ক ঘুষনা করেছে তাদের অন্তত ১১ টি স্টোর ২৪ ঘন্টা খোলা থাকবে।বড়দিনের উৎসবকে সামনে রেখে যাতে ক্রেতারা আরো বেশি কেনাকাটা করতে পারেন সেই লক্ষে তাদের স্টোরগুলিতে যেখানে সম্ভব সেখানে খোলা রাখার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে।
প্রাইমার্কের প্রধান নির্বাহী পল মার্চেন্ট বলেছেন: “আমরা আমাদের গ্রাহকদের নিরাপদে বড়দিনের কেনাকাটা করার জন্য আরও বেশি সময় দেওয়ার জন্য শপিংয়ের সময় ২রা ডিসেম্বর ইংল্যান্ডে আমাদের দোকানগুলি পুনরায় চালু করতে পেরে আনন্দিত।”এই মৌসুমে আমাদের গ্রাহকরা আমাদের বিখ্যাত ক্রিসমাস জাম্পার, পাজামা এবং আরও অনেক কিছু প্রাইমার্কের কাছ থেকে প্রত্যাশা রাখেন”
শাখা গুলি সপ্তাহের দিন কমপক্ষে রাত ৮টা অবধি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে প্রাইমার্ক। শপিং সেন্টারগুলির আউটলেটগুলি দীর্ঘ রাত ১০টা অবধি খোলা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে মধ্যরাত অবধি কেনাকাটা চলবে।