আগামী ২ বছরের জন্য সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেইনিং ইন্সটিটিউট এসোসিয়েশন (সেল্টা)-এর এক্সিকিউটিভ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ নির্বাচন হয়।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট পদে এডভোকেট খালেদ চৌধুরী (এফএম মেথড) এবং সেক্রেটারি পদে সুলতান আহমেদ (হেক্সা’স) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়াও ভাইস প্রেসিডেন্ট (১) রফিকুল ইসলাম (আইয়েল্টস সেন্টার), ভাইস প্রেসিডেন্ট (২) শওকত এমরান (আইকন)।
জয়েন্ট সেক্রেটারি পদে নুর মোহাম্মদ (ক্যারিয়ার. কম) ও হাসান পারভেজ (উইজার্ড)।
ট্রেজারার হিসাবে রায়হান হোসাইন খান (মেন্টর্স), অর্গেনাইজিং সেক্রেটারি পদে বিলাল আহমেদ (ট্রাস্ট), মিডিয়া এন্ড পাবলিসিটি সেক্রেটারি আহমেদ রাসেল ( ডি এল আই), অফিস সেক্রেটারি পদে হাসান আহমেদ খান (হাসান’স), কালচারাল সেক্রেটারি -কামরুল হক জুয়েল (লেক্সিস) আইসিটি সেক্রেটারি নাজমুল নাবিল (মাইন্ড জিম) এক্সিকিউটিভ মেম্বার পদে তাহিয়া মিম (স্কাইলার্ক) আমিনুল ইসলাম (আমিন’স জান্নাত জামিল (ইংরাজি) নাবিদ চৌধুরী ( ফিনিক্স) শামীম সরকার( ইউকে এডুকেশন) দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের সিনিয়র সদস্য ফেরোদৌস আহমেদের নেতৃত্বে মাহবুব লস্কর এবং জাকির আলি নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেন।