বারার বাসিন্দারা কোভিড-১৯ সংক্রান্ত সকল নির্দেশিকা ভালোভাবে বুঝাতে ও তা যথাযথভাবে অনুসরণে তাদেরকে উদ্বুদ্ধ করতে এবং তারা যেন নিজেদের ও কমিউনিটিকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখেন তা নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিশেষ দু’টি দল মোতায়েন করা হয়েছে।
যে সকল এলাকায় সবচেয়ে বেশি লোক সমাগম হয়, সেখানে ৫ সদস্য বিশিষ্ট এই দলগুলো বাসিন্দাদের সাথে কথা বলছেন, কোভিড-১৯ বিষয়ক সকল পরামর্শ, সহায়তা ও বিধিনিষেধগুলো বুঝাচ্ছেন এবং বাসিন্দাদের যদি কোন প্রশ্ন থাকে, সেগুলোরও উত্তর দিচ্ছেন।
বেশিরভাগ মানুষই জাতীয় নির্দেশিকা সম্পর্কে অবহিত থাকলেও প্রযুক্তির ব্যবহারে যারা পিছিয়ে রয়েছেন এবং প্রবীণ জনগোষ্টি এবং যারা সাধারণত নিজেদের ভাষায় কথা বলেন, তারা নির্দেশিকাগুলো সম্পর্কে ওয়াকিবহাল না-ও থাকতে পারেন। কাউন্সিলের বিশেষ এই দল দু’টি বিভিন্ন কমিউনিটি ভাষায় অনুদিত লিফলেট হস্তান্তর করছেন।
এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় নির্দেশিকাগুলো দ্রুতই পরিবর্তন হয়ে থাকে। আমরা জানি যে এই নির্দেশিকা বুঝতে এবং পরামর্শ অনুযায়ি চলতে অনেক বাসিন্দারই কিছুটা সাহায্য দরকার। বিশেষ করে বয়স্ক এবং যাদের প্রথম ভাষা ইংরেজী নয়, তাদের ক্ষেত্রে এই সহযোগিতাটা বিশেষভাবে দরকার।
তিনি বলেন, বিশেষ দল মাঠে মোতায়েনের মাধ্যমে নিজেদের, পরিবার পরিজনদের ও বৃহত্তর কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করতে বাসিন্দাদের আমরা সহযোগিতা করছি।
এছাড়া এনভায়রনমেন্টাল হেলথ এর দলগুলোও গোটা বারায় ব্যবসায়িদেরকে কোভিড-১৯ বিধি অনুসরণে সহযোগিতা এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের সাথে কাজ করে যাচ্ছে।