দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার দল আম আদমি পার্টি (এএপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়ে ফেরার পর থেকেই পুলিশ তাকে গৃহবন্দি করে রেখেছে। এর কারণে নিজের নির্ধারিত বৈঠকগুলো বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতের রাজধানী দিল্লিতে আলাদা রাজ্য সরকার থাকলেও সেখানকার পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার পুরো ভারত জুড়ে অবরোধ কর্মসূচি ডেকেছে কৃষকেরা।
এএপি দলের অভিযোগ কৃষকদের ভারত অবরোধ কর্মসূচির কারণে মুখ্যমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। দলটির অভিযোগ মুখ্যমন্ত্রীর বাসার সামনে কয়েকটি নাগরিক সংগঠনের বিক্ষোভকে অজুহাত হিসেবে দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রেখেছে পুলিশ। দলটির দাবি, কেজরিওয়ালের বাড়ি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলা হয়েছে, আর কাউকে ওই বাড়িতে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না। সেকারণে মুখ্যমন্ত্রীর নির্ধারিত সব বৈঠক বাতিল করতে হয়েছে বলেও দাবি করেছে দলটি।
তবে আম আদমি পার্টির অভিযোগ অস্বীকার করেছেন দিল্লি পুলিশের নর্থ ডিস্টিক্টের ডেপুটি কমিশনার আন্তো আলফাসোন। এএপি’র অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমরা সতর্ক আছি। অরবিন্দ কেজরিওয়াল গতকাল রাত আটটায় বাড়ি থেকে বেরিয়ে আবার দশটায় ফিরেছেন। এনিয়ে কোনও ইস্যু নেই।’
গত সোমবার দিল্লি ও হরিয়ানা সীমান্তের সিংঘু পয়েন্টে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে টানা অবস্থান নেওয়া কৃষকদের বিভিন্ন আয়োজন পর্যবেক্ষণ করেন তিনি।