শিশু আয়েশা সিদ্দিকার বয়স এখন এক বছর আট মাস। জন্মের পর থেকে শিশুটির মাথার আকৃতি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।শরীরের ওজন কমেছে। ‘হাইড্রোক্যাফালাস’ নামক এক ধরনের সমস্যায় ভুগছে শিশুটি।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলাটারী গ্রামের আশেক আলী ও সুমি আক্তার দম্পতির সন্তান আয়েশা। মায়ের গর্ভ থেকেই এ সমস্যা নিয়ে জন্ম হয়েছে তার। শিশুটির বাবা-মা জানিয়েছেন, ডাক্তার আয়েশার অপারেশন করতে বলেছে। এ জন্য তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন।
এদিকে পেশায় ট্রাক্টরচালক শিশুর বাবা আশেক আলী বলেন, ‘আমার পক্ষে চিকিৎসার জন্য এত টাকা জোগার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’ বিরল এ সমস্যা নিয়ে জন্মগ্রহণ করায় শিশুটির মা সুমি আক্তারকে নানা মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। শিশু আয়েশার যখন ৫১ দিন বয়স, তখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমানকে দেখান তার বাবা-মা।
ডাক্তার শিশুটির দ্রুত অপারেশনের কথা জানান। অপারেশন করলে সুস্থ হওয়ার সম্ভবনা রয়েছে বলে শিশুটির বাবা-মাকে জানিয়েছেন ডাক্তার। কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার কারণে তার চিকিৎসা করাতে পারছেন না আশেক আলী। শিশু আয়েশার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।