বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও র্যালি করেছেন বিচারকরা। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া এলাকায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন’—ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন আদালতের প্রায় ১০০ জন বিচারক অংশ নিয়েছেন।
পরে সেখান থেকে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি দামপাড়া থেকে জেলা শিল্পকলা একাডেমি এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে মানববন্ধন কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারাদেশ বিক্ষুব্ধ। জাতির জনকের প্রশ্নে বিচারকদের আপসের কোনও সুযোগ নেই। জাতির জনকের সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের দায়িত্ব। নাগরিক হিসেবে বিচারকেরও প্রতিবাদ করার এবং প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার অধিকার রয়েছে।’