নিউজ ডেস্ক : বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন হয়েছে | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে ২০১৯-২০২১ সালের বোর্ড অব ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট কমিটি। সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ এপ্রিল বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠের দ্বী বার্ষিক সাধারণ সভাসহ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। নির্বাচনী তফশিল অনুযায়ী গত বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচন সংশ্লিষ্টদের কাছে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।
নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী থাকলেও সদস্য পদে একাধিক প্রার্থী থাকায় ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় সকল প্রার্থীদের। তবে ১৩মার্চ সদস্য প্রার্থী কদর উদ্দিন তার মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ২০১৯-২০২১ সালের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি আব্দুল মজিদ, আব্দুল হাই, সাধারণ সম্পাদক মনির আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ফরিদ আহমদ, কোষাধ্যক্ষ এম এ গনি, সহ কোষাধ্যক্ষ আতিকুর রহমান বুলবুল, প্রচার প্রকাশনা সম্পাদক হাসিনুউজ্জামান নুরু, সাংস্কৃতিক সম্পাদক সামসুদ্দিন সামস্, সদস্য এ কে এম ইয়াইহ্য়া,মো: নুরুল ইসলাম, মাসুক মিয়া,নেছার আহমদ, মোহাম্মদ আলী ছালিক,আব্দুস সুবহান,শাহ ফিরুজ আলী
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠের ২০১৯-২০২১ সালের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির প্রধান নির্বাচন কমিশনার ব্যারিষ্টার নাজির আহমদ নবগঠিত কমিটিকে প্রাথমিক ভাবে নির্বাচিত করে দ্বী-বার্ষিক সাধারণ সভায় ঘোষনা প্রদানের আশ্বস প্রদান করেছেন। নির্বাচনে দ্বায়িত্ব পালনকারী অনান্য কমিশনারা হচ্ছেন হাজি খলিল উদ্দিন ও মো: আব্দুর রউপ।
উল্লেখ্য, ১৯৯৪ সালে যুক্তরাজ্যে বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্ট ইউকের যাত্রা শুরু হয় । বৃটেনে অবস্থানরত বিশ্বনাথ উপজেলার প্রবাসী শিক্ষানুরাগীদের নিয়ে গঠন করা হয় বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্ট ইউকে। এই ট্রস্টের মূল লক্ষ্য ও উদ্যেশ্যে ছিলো গরীব মেধাবী ছাত্রদের শিক্ষা উন্নয়নে ভুমিকা রাখা।
সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে একটি সংবিধানের মাধ্যমে এক লক্ষ টাকা ট্রাস্টিশীপ নির্ধারণ করে যাত্রা শুরু হয় এই ট্রাস্টের। কোবিড ১৯ লকডাউনের কারনে গত ১৯ এপ্রিলের দ্বি-বার্ষিক সাধারণ সভা বাতিল হলেও এখন পর্যন্ত তা হয় নি।