কোভিড বাস্তবতায় ভার্চুয়াল প্লাটফর্মে আপাসেনের উদ্যোগে উদযাপিত হলো জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসএবিলিটি। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সমাজের মূলধারায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আপাসেনের নেতৃত্বে এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর ৩ ডিসেম্বর বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
সম্প্রতি কোভিডের কারনে বিকল্প পরিসরে আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের পরিচালক ইয়ান বেসনেট, লণ্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ জুলকার নাইন এবং আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই।
সৈয়দা সায়মা আহমেদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আপাসেন লার্নার রুখসানা বেগম ও রবিন দাস গুপ্ত কোভিড বাস্তবতায় সীমিত পরিসরে জীবনযাপনের অভিজ্ঞতা বর্ণনা করেন। এমন পরিবর্তিত পরিস্থিতিতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখায় মেয়র জন বিগসসহ আমন্ত্রিত অতিথিগণ আপাসেনকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে লার্নার বা সেবাগ্রহীতাদের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারী ও নিজেদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হয়।