গায়ক রোহানপ্রিতের সঙ্গে গত ২৪ অক্টোবর বিয়ে সারেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। বিয়ের দুই মাস না পেরোতেই ভক্তদের জন্য আরেকটি সুসংবাদ আনলেন তিনি। মা হতে চলছেন নেহা কক্কর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে স্বামীসহ নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর দিলেন নিজেই।
ইন্সটাগ্রামের ছবিতে দেখা যাচ্ছে রোহন নেহাকে জড়িয়ে ধরে আছেন। ছবিতে নেহার বেবি বাম্পের আকৃতিও বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। দুজনেই অনাগত সন্তান নিয়ে বেশ উৎফুল্ল। আর সেই ছবির ক্যাপশনে নেহা লিখেছেন ‘খেয়াল রেখো’। এর উত্তরে রোহান কমেন্ট করেছেন ‘এখন তো আগের চেয়ে বেশিই খেয়াল রাখতে হবে’।
চলতি বছরের আগস্টে চণ্ডীগড়ে এক মিউজিক ভিডিও শুটিং-এ গিয়ে রোহনের সঙ্গে নেহার পরিচয় হয়েছিল। পরিচয়ের সময় থেকেই একে অপরের প্রেমে পড়ে যান তারা। তারপরেই সিদ্ধান্ত নেন বিয়ের।