ডাক্তারি সার্টিফিকেট না থাকা, চোখের অপারেশন করা এবং চিকিৎসাপত্রে ডাক্তার লেখায় নাটোরের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৫। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক ভুয়া ডাক্তারের নাম আশরাফুল ইসলাম (৫৮)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলা চক্ষু হাসপাতালের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজারে র্যাব-৫-এর সিপিসি-২-এর এএসপি মাসুদ পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব আরও জানায়, আশরাফুল ইসলাম নাটোর সদর উপজেলার আহমেদপুর চরতেবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি এইচএসসি পাস করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে ১৩ বছর ধরে অবৈধভাবে চক্ষু রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি গুরুদাসপুরেও চক্ষু বিশেষজ্ঞ ও ইনচার্জ হিসেবেও এই কাজ করে আসছিলেন। আটকের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান তাকে এই সাজা প্রদান করেন।