মেক্সিকোর সাবেক গভর্নর অ্যারিসতোতেলেস সান্দোভাল দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে দেশটির পশ্চিমাঞ্চলয়ের রাজ্য জেলিস্কোর একটি রেস্তোরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। রাজ্যটি মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য বলে বিবেচিত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
মেক্সিবোর অ্যাটর্নি অ্যাটনি জেনারেল জিরার্দো অক্টাভিও সোলিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্যান্ডাভলের পাশেই ছিল হত্যাকারীরা। যখন তিনি ওয়াশরুমে যান, তখন সেখানে আগে থেকেই অবস্থানকারী একজন তাকে পেছন থেকে একাধিক গুলি করে। এতেই তার মৃত্যু হয় তার।
সলিস জানান, যদিও হত্যাকারী একাই গুলি করেছে তবে ধারণা করা হচ্ছে, ভেতরে তার সঙ্গে এই হত্যাকাণ্ডে আরও তিনজন সম্পৃক্ত ছিল। এদিকে, রাজ্য প্রশাসন বলছে, স্যান্ডাভলের নিরাপত্তায় ১৫ জন দেহরক্ষী ও বুলেটপ্রুপ গাড়ি নিয়োজিত ছিল। তবে হত্যাকাণ্ডের সময় দেহরক্ষীদের মধ্যে মাত্র দু্জন সেখানে অবস্থান করছিলেন।
প্রসঙ্গত, দেশটিতে সংগঠিত অপরধচক্রের জন্য যে ৯টি রাজ্য চিহ্নিত, জেলিস্কো তাদের মধ্যে অন্যতম একটি। ২০১৩-২০১৮ পর্যন্ত স্যান্ডাভল যখন গভর্নর ছিলেন তখন এই অপরাধচক্রকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। আগামী জুলাইতে দেশটির নির্বাচনকে সামনে রেখে নতুন করে তৎপর হতে শুরু করে এই চক্রগুলো। ধারণা করা হচ্ছে, নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতেই জীবন দিতে হলো সাবেক এ গভর্নরকে।