গণসংগীত শিল্পী আবুল কাশেম গত শুক্রবার দিবাগত রাত তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭। তিনি কয়েকদিন আগে স্ট্রং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর মগবাজার মোড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর গোরস্তানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার ইন্তিকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যন শরীফ রায়জীদ মাহমুদ ও সেক্রেটারি ইবরাহিম বাহারী। শোকবাণীতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য , বাংলাদেশের ইসলামী সংগীত প্রচারে শিল্পী আবুল কালামেরে অবদান ইসলামী গানের ভক্তের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে |