নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একের পর এক দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিল করলেও তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাজ্যে প্রয়োজনীয় ভ্রমণ পুনরায় শুরু করতে মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতি সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। ইইউ’র ২৭টি সদস্য দেশ যুক্তরাজ্যের সঙ্গে তাদের বিধিনিষেধ সমন্বয়ের চেষ্টা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ব্রিটিশ সরকার নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানোর পর বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিলের ঘোষণা দিয়েছে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। রবিবার ব্রিটিশ সরকারের ওই ঘোষণার পর প্রথমে কয়েকটি ইউরোপীয় দেশ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর আরও কিছু দেশ তা অনুসরণ করছে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণের বিধান নির্ধারণ করার ক্ষেত্রে স্বাধীন। ইউরোপীয় কমিশনের আহ্বান সত্ত্বেও যুক্তরাজ্য প্রশ্নে তারা নিজেদের নীতি অনুসরণ করতে পারে।
নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বেশি সংক্রামক। তবে এটি বেশি প্রাণঘাতী সেরকম কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। তা সত্ত্বেও বর্তমানে ইইউ’র বেশিরভাগ সদস্য দেশই যুক্তরাজ্যের ভ্রমণকারীদের আটকে দিচ্ছে।
ইউরোপীয় কমিশন তাদের সুপারিশে বলেছে যুক্তরাজ্যের ভ্রমণকারীদের প্রয়োজনে কোভিড-১৯ পরীক্ষা বা সেলফ আইসোলেশনের শর্তে হলেও প্রবেশের অনুমতি দেওয়া উচিত। তবে অত্যাবশ্যক নয় এমন ভ্রমণ নিরুৎসাহিত করেছে তারা। এছাড়া লরি চালকের মতো সব ধরনের পরিবহন কর্মীদের সব ধরনের নিষেধাজ্ঞার বাইরে রাখার সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন।