কৃষি আইনের প্রতিবাদে ভারতের রাষ্ট্রপতি ভবন অভিযানে কংগ্রেস নেতাদের বাধা দিয়েছে পুলিশ। এ সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই‘র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দুই কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকপত্র জমা দিতে যাওয়ার সময় তাদের থামিয়ে দেওয়া হয়। তবে প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটক করা হলেও রাহুল গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন।
আটকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র আলোচনা করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। আজ কৃষকদের প্রতি সমর্থন জানতে এই অভিযান শুরু করেছি আমরা। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। সাংসদরা জনতার দ্বারা নির্বাচিত। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার তাঁদের অধিকার রয়েছে। তাহলে তাদের সেখানে যেতে দিতে অসুবিধা কোথায়?’