মো: রেজাউল করিম মৃধা: বৃহস্পতিবার ২৪শে ডিসেম্বর ২০২০ দুপুর ২.০০টায় ইন্ট লন্ডনের ক্যানেরি ওয়ার্ফের সন্নিকটে কুয়ারডেক এলাকায় সেবামূলক সংগঠন “আইল্যান্ড নেটওয়ার্ক এর উদ্দ্যোগে কভিড—১৯ বা করোনাভাইরস মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবার, হোম লেস, অসুস্থ্য, শিশু ও বৃদ্ধদের মাঝে ২০০০ দুই হাজার প্যাকেট খাদ্য বিতরন করা হয়।
আইল্যান্ড নেটওয়ার্ক সংগঠন এই করোনাভাইরস মহামারি সময় কালে কভিড-১৯ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত এবং ভ্যানারেবল মানুষের পাশে থেকে ধারাবাহিক ভাবে সেবা দিয়ে আসছে। এপর্যন্ত ২০০০০ বিশ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে।
সেবামূলক সংগঠনটিকে স্থানীয় বিত্তবান মানুষ, সংগঠনের কর্মকর্তারা সহযোগিতা করে আসছে।সেই সাথে বেশ কয়েকটি অন্যান্য সংগঠন অর্থ স্পন্সর করেছে এদের মধ্যে:-
মিসিউড অজিল, উন্টার ওয়ার্ম, ওয়াল্ড কাপ উনার – গারন্যান, ওয়ান হাউজিং এবং ক্যানেরী ওয়ার্ফ গ্রুপ।
খাদ্য বিতরন অনুস্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ার পারসন – কাউন্সিল মাইয়ুম মিয়া, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন, ফারুক মিয়া, মোহাম্মদ রফিক, আব্দুল মালেক, বেলাল উদ্দিন, হারুন খন্দকার, তোহা মোস্তফা, ইমাম উদ্দিন, ফকরুল ইসলাম, ড্যাভিড স্টারব্যাল, হারসিতা বাবলানা, রুহুল মিয়া, আবু ইসহাক সহ আরো অনেকে।