এবারের ফিফা দ্য বেস্ট থেকে খালি হাতে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তাকে বড় সম্মানে ভূষিত করেছে গ্লোব সকার অ্যাওয়ার্ড। একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে তারা নির্বাচন করেছে পর্তুগিজ যুবরাজকে।
রবিবার দুবাইয়ের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জুভেন্টাস ফরোয়ার্ডের হাতে পুরস্কার তুলে দিয়েছে গ্লোব সকার। তিনি হারিয়েছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। এই পুরস্কার ঘোষণায় বিবেচনায় নেওয়া হয়েছে ২০০১ থেকে ২০২০ সময়ের পারফরম্যান্সকে।
তাই বলে ফিফা দ্য বেস্ট হওয়া বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি খালি হাতে ফিরেছেন এমন নয়। তাকেও ২০২০ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করেছে গ্লোব সকার। বায়ার্নকে ট্রেবল জেতাতে বিশাল অবদান ছিল তার। বর্ষসেরা কোচ হয়েছেন বায়ার্নের কোচ হানসি ফ্লিকও।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পেয়েছে শতাব্দীর সেরা ক্লাবের সম্মাননা। আর বায়ার্ন হয়েছে বর্ষসেরা ক্লাব।