ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাকে সঙ্গে নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগেই ফাইজার-বায়োএনটেক-এর টিকার অনুমোদন দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। এখন অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারেরও অনুমতি মেলায় দেশটির টিকাদান কর্মসূচি আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হলো।
ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের এ অনুমোদনের মানে হচ্ছে, ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর।
এরইমধ্যে অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১০০ মিলিয়ন ডোজ ভ্যকাসিন অর্ডার করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। অর্থাৎ ৫০ মিলিয়ন মানুষকে দুই ডোজ করে এ টিকা দেওয়া যাবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি ২০২০ সালের গোড়ার দিকে ডিজাইন করা হয়েছিল। এপ্রিলে প্রথম এটি স্বেচ্ছাসেবীদের ওপর পরীক্ষা করা হয়। পরে হাজার হাজার মানুষের ওপর ব্যাপক আকারের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। বিস্তারিত আসছে…