মো: রেজাউল করিম মৃধা: অনেক পরীক্ষা-নিরিক্ষীর পর দি মেডিসিন এ্যান্ড হেল্থকেয়ার প্রটেক্টস রেগুলেটর এজেন্সি (MHRA) অক্সফোর্ড- আস্টারজেনিকার ভ্যাকসিনটির মানব দেহে প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছে। এই কমিটি বলছে,” অক্সফোর্ড ভ্যাকসিন শতকরা ৬২ থেকে ৯০ পারসেন্ট কার্যকর এবং নরমাল ফ্রিজে রাখা যাবে কে কোন আবহাওয়া যে কোন দেশে , যে কোন বয়সের রোগীর দেহে অক্সফোর্ড ভ্যাকসিন জ্যাব প্রয়োগ করতে পারবে।অন্য ভ্যাকসিন গুলির তুলনায় পার্শপ্রতিকৃয়া নেই’”।
এই ভ্যাকসিনটি দামেও অনেক কম মাত্র £৩ পাউন্ড।
ব্রিটিশ সরকার ১০০ মিলিয়ন ডোস অর্ডার দিয়েছে যা ৫০ মিলিয়ন মানুষকে দেওয়া যাবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “যত দ্রুত এবং যত বেশী লোককে ভ্যাকসিন দেওয়া যাবে ততই আমাদের জন্য মংগল জনক।যেভাবে করোনাভাইরস আক্রান্তের সংখ্যা বাড়ছে তার জন্য ভ্যাকসিনের বিকল্প নেই। দ্রুত ভ্যাকসিন কার্যকর্ম পরিচালনার জন্য সরকার সবধরনের সহযোগিতা করবে”।
ব্রিটিশ হেল্থ সেক্রেটারি ম্যাথ হ্যাংকক দি সান এর সাথে এক স্বাক্ষাৎকারে বলেন,”অক্সফোর্ড কভিড ভ্যাকসিন -১৯ জ্যাব, ডাটা বেসিস অনুযায়ী ব্রিটেনের সব শহরের নির্দিষ্ট স্থানে আগামী ৪ঠা জানুয়ারী সোমবার ২০২১ থেকে দেওয়া হবে”। এই কার্যকর্মে সকল জনসাধারন সহযোগিতা আশা করেন।
চ্যানচেলর ঋষি সুনাক বলেছেন, “করোনা ভাইরাসের বিরুদ্ধে এই বিস্ময়কর টিকা বৃটেনের জন্য একটি নতুন যুগের আশা জাগিয়ে তুলেছে। তিনি আগেভাগে টিকা প্রয়োগ এবং বৃটিশ বিজ্ঞানী এবং জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) বিভাগের সৃষ্টিশীল কাজের প্রশংসা করেন। বলেন, আগামী বছর হবে বিশ্বে বৃটেনের জন্য নতুন একটি যুগের প্রথম অধ্যায়”।
তিনি আরো বলেন,”ব্রিটিশ সরকার অক্সফোর্ড কভিড-১৯ ভ্যাকসিন জ্যাব প্রস্তুত করার জন্য £৮৮ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে।অক্সফোর্ড ইউনিভার্সিটি আস্ট্রাজেনিকা কম্পানির সাথে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে।প্রয়োজনে আরে বরাদ্দ দেওয়া হবে,”। দুই মিলিয়ন মানুষের মাঝে অক্সফোর্ড কভিড-১৯ জ্যাব দেওয়ার জন্য আগামী ৪ঠা জানুয়ারি ব্রিটেনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
যেসব স্থানে ভ্যাকসিন জ্যাব দেওয়া হবে।
লন্ডনের নাইটিংগেল সেন্টার,
ইপসম সেন্টার স্যারি, ব্রিস্টল আস্টন গেইট ফুটবল স্টেডিয়াম, রোবেটসন হাউজ কন্ফারেন্স সেন্টার,
ম্যানচেস্টার টেনিস এ্যান্ড ফুটবল স্টেডিয়াম, নিউক্যাসলে লেইজি সেন্টার,
নর্থ এ্যান্ড মিডল্যান্ডের বহু বৃহৎ স্থানে এই ভ্যাকসিন জ্যাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া ব্রিটেনের ৮৩ টি হাসপাতালে অক্সফোর্ড ভ্যাকসিন জ্যাব দেওয়ার প্রস্তুতি চলছে।
ডাটা বেসিস , অন লাইনে জিপির রেফারেন্সে রোগীর বয়স, অবস্থান, শারিরীক কন্ডিশন সহ অন্যান্য দিক বিবেচনা করেই এনএসএইচ জিপির মাধ্যমে রোগীদের অক্সফোর্ড ভ্যাকসিন -১৯ জ্যাব দেওয়ার স্থান, তারিখ এবং সময় নির্ধারণ করে যাচ্ছে। সামাজিক দূরুত্ব কে বেশী গুরুত্ব দেওয়া হবে এবং সরকারের সকল বিধিনিষেধ গুলি যথাযথ ভাবে পালন করেই এই ভ্যাকসিন কার্যকর্ম পরিচালিত হবে।
২০২১ সাল নতুন বছর করোনাভাইরাস মুক্তির বার্তা নিয়ে আসছে। করোনাভাইরস মহামারি প্রতিরোধক অক্সফোর্ড কভিড-১৯ ভ্যাকসিন জ্যাব বাজারে আসছে। সোমবার ৪ঠা জানুয়ারি ২০২১ থেকে সমগ্র ব্রিটেন জুড়ে ভ্যাকসিন জ্যাব দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার।নতুন আশার আলো দেখচেন সবাই |