সম্প্রতি বাংলাদেশে কিছু গণমাধ্যমের সংবাদে বলা হয়েছিল, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুরুতেই এ নিয়ে প্রশ্ন ছিল। জেনারেল আজিজ আহমেদ সরাসরি তা অস্বীকার করেন। তিনি বলেন, গণমাধ্যমেই এ সংবাদ শুনেছেন তিনি। যুক্তরাষ্ট্র কারও ভিসা বাতিল করলে তাঁকে তা জানানোর বিধান আছে; কিন্তু এখন পর্যন্ত তিনি এ-সংক্রান্ত কোনো তথ্য দেশটির কোনো দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাননি। গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এ বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে অভিযোগ তাঁর। এ মুহূর্তে তাঁর বৈধ ভিসা আছে কি না, এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, আছে।’