এর আগে গত রোববার রাত সোয়া সাতটার দিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুতের তারটি কেটে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বাসভবন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
বিদ্যুৎ-সংযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ চালু করা হয়েছে। এতে বাসভবনের ভেতরের আলো জ্বলে উঠেছে। বিদ্যুৎ-সংযোগটি শিক্ষার্থীরাই চালু করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থী মো. হাসিবুর রহমানও উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Total Page Visits: 44 - Today Page Visits: 1














