ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি,: ছাতকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা চালিয়ে প্রবাসি চাচা আব্দুল (৫০) ভাতিজা মোজাক্কির আহমদ (৩০)কে মারপিট করে
তার কাছে নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়েছেন সন্ত্রাসীরা।
আহত দু`জনকে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভতি করা হয়। পরে প্রবাসি আহত আব্দুলের অবস্থায় আশংজনক থাকায় তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়। এঘটনা নিয়ে দু`পক্ষের মধ্যে জাউয়াবাজার এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। গত শুত্রুবার প্রবাসীর উপর হামলার পর থেকে ঘটনাস্থলে শনিবার সকাল সন্ধ্যা পযন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
গত শুত্রুবার সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়াবাজার আইয়ূব আলীর দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ গত শুত্রুবার গভীর রাতে জাউয়াবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গোলাম মুক্তাদির (৪০)কে আটক করেছেন পুলিশ।
জানাযায়,গত শুত্রুবার সন্ধ্যা লন্ডন প্রবাসি আবু দয়াছ তার ব্যবসা প্রতিষ্টান দেখতে জাউয়াবাজার আসে। এলাকার চিহিৃত সন্ত্রাসী রেজা তালুকদারের নেতৃত্বে ৬ /৭ সংষবদ্ধ সন্ত্রাসী নিয়ে প্রবাসি আব্দুস দয়াছ (৫৫) উপর অতকিত হামলা চালিয়ে মারপিট করে তার কাছে নগদ টাকা পয়সা ছিনিয়ে নেন ।
এসময় সন্ত্রাসীদের কবল থেকে তার প্রবাসি চাচাকে রক্ষা করতে ভাতিজা মোজাক্কির আহমদ(৪৫) এগিয়ে আসলে তাকে ও সন্ত্রাসীরা মারপিট করেছে। এ ঘটনার মোজাক্কির আহমদ বাদী হয়ে চিহিৃত সন্ত্রাসী রেজা তালুকদার কে প্রধান আসামী করে ৭জনের নামে মামলা দায়ের করা হয়।
এস আই আতিক খন্দকার জানান,প্রবাসীদের উপর হামলার ঘটনায় একজনকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এব্যাপারে ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান, ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার পর চিহিৃত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে আত্নগোপনে চলে গেছে বলে পুলিশ জানিয়েছেন।
এছাড়া তার চত্রেুর বিরুদ্ধে রয়েছে জাউয়াবাজারে হাজারো টমটম বা ব্যাটারিচালিত অটোরিকশা একহাজার চালকদের কাছে পুলিশ ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এসব সিন্ডিকেটের অবৈধ বিশেষ’ স্টিকারের বিরুদ্ধে পুলিশ প্রতিদিন টমটম আটক ও শতাধিক মামলা করে প্রতিরোধ করতে পারছেন বলে ট্রাফিক পুলিশ। জাউয়াবাজারে মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। এ অবৈধ ষ্ট্যান্ড নিয়ন্ত্রন করেন লোকমান. হীরক মিয়া,গোলামমুক্তাদির সহ ৪জন ম্যানেজার মিলে এসব বিশেষ’ স্টিকারের টাকা পয়সা টমটমের চালকদের কাছ থেকে আদায় করে নেয়ার অভিযোগ করেন চালকরা। এখানে নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে চলাচল করছে হাজারো বেশি টমটম। অভিযোগ আছে, মহাসড়কে এই যান চলাচলে প্রভাব রয়েছে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীরা। আর ‘পুলিশ ধরবে না’ এমন কথা বলে অটোরিকশাগুলোতে আলাদা একটি স্টিকার লাগিয়ে আদায় করা হচ্ছে ৫০০ টাকা। স্টিকারে ‘জাউয়াবাজার অটোরিক্সা-ইজি বাইক মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেড’ এর সভাপতি রেজা মিয়া তালুকদারের নাম লেখা রয়েছে। এদেরকে ধরতে বা মামলা করতে গেলে তাদের সঙ্গে ধাক্কা টেলা ও হাতাহাতির ঘটনা ঘটে প্রতিনিয়ত। গত ১৩ ই মার্চ এ অবৈধ স্টিকার বন্ধ করার এ ঘটনায় প্রতিবাদ করায় ট্রাফিক সাজেন্ট হামিদুর রহমান চিহিৃত সন্ত্রাসী রেজা তালুকদারের হাতে লাঞ্চিত হন। এ ঘটনার পর সার্জেন্ট হামিদুর রহমান বাদী হয়ে রেজা তালুকদার সহ তিন ব্যক্তি নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এসব ঘটনার মুলহোতা রেজা তালুকদার বাহিনীর কাছে জাউয়াবাজার এলাকাবাসি জিন্মি হয়েছে বলে অভিযোগ উঠে।
এ ঘটনার নিয়ে জাউয়াবাজার ও ছাতাপই গ্রামে দু`গ্রামবাসীদের মধ্যে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ রিপোট লেখা পযন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।














