কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি : গত কয়েকদিনের শৈত্য প্রবাহে যখন শীতে অসহায় মানুষগুলো কাবু ঠিক সেই সময়টাতে সুনামগঞ্জে
রাতের আধারে কম্বল নিয়ে শীতার্থদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক
মো.জাহাঙ্গীর হোসেন।
সোমবার রাত ১০ টায় সুনামগঞ্জ পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ইকবাল নগর গ্রামে ২৫০ টি বাড়ি হেটে
হেটে গিয়ে শীতার্থ মানুষদের মধ্য তিনি শীতবস্ত্র বিতরণ করেন। রাতে আধারে শীতবস্ত্র পেয়ে খুশিতে
আত্মহারা ইকবাল নগরের ২৫০ টি অসহায় হত দরিদ্র পরিবার। এ সময জেলা প্রশাসনের উধর্বতন
কর্মকতারা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। সেই
জন্য আজকে রাতে পৌর শহরের ইকবাল নগর গ্রামে ২৫০ টি শীতবস্ত্র আমি নিজে বাড়ি বাড়ি এসে
বিতরণ করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।