শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লুতৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলা হয়েছে। দিনিপ্রোতে হামলার ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ (এসইএস)। এক ফেসবুক পোস্টে লুতৎস্ক শহরের মেয়র লিখেছেন, ‘সবাই নিরাপদ আশ্রয়ে থাকুন!’ কোনো ধরনের ছবি, ঠিকানা কিংবা অবস্থান প্রকাশ না করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে লুতৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরে হামলার খবর নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দুটি সামরিক বিমানঘাঁটিতে দীর্ঘ পাল্লার হামলা চালানো হয়েছে।















