পূর্ব লন্ডনে নিজ বাসায় হত্যার শিকার নিহত ব্রিটিশ বংশদ্ভুত নারী ইয়াসমিনের হত্যাকারী সন্দেহে ৪০ বছরের একজনকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্ত ব্যক্তিকে ২৭ মার্চ রবিবার গ্রেফতার করে ষ্ট্রাটফোর্ড পুলিশ ষ্টেশনে রাখা হয়েছে। আটককৃত ব্যাক্তির সাথে নিহত ইয়াসমিনের কি সম্পর্ক রয়েছে তা জানা যায় নি। আটক ব্যাক্তির নাম বা পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি । জানা যায়, নিহত ইয়াসমীনের বয়স ও ৪০, তিনি গত ১০ বছর থেকে সিঙ্গেল মাদার হিসাবে দু বাচ্চা নিয়ে এই বাসায় থাকতেন।
মেট পুলিশ ২৬ মার্চ রাতে এক বিবৃতিতে বলেছিলো, তারা রাতে অপরাধী ধরার জন্য বিভিন্ন স্থানে হানা দিবে। ২৬ মার্চ এক সূত্রে জানা যায়, হত্যার সন্দেহে ৪ জন সন্দেহভাজন পুলিশের তালিকায় ছিলো। এর মধ্যে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে স্থানীয় একজন বাসিন্দার বরাতে জানা গেছে, ইয়াসমিন হত্যার শিকার হয়েছেন দুপুর ২ টার পরে, সাড়ে ৩টার কিছু সময় আগে। একটি বহুতল আবাসিক ভবনে দিনের বেলা দুটি স্কুলের ঠিক পাশে এ রকম একটি ঘটনায় আতংকিত স্থানীয়রা।














