কেন্দুয়া, নেত্রকোনাঃ প্রেমের সম্পর্ক করে পাশের বাড়ির গার্মেন্টস কর্মী (১৯) মেয়ের সাথে পালিয়ে যান প্রেমিক রাসেল মিয়া (২২)। এ ঘটনাকে কেন্দ্র করে মেয়ে পক্ষের লোকজন ছেলে পক্ষের বাড়ি ঘরে হামলা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার(১১ মার্চ) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইবাড়ি আমতলা ইউনিয়নের সহিলাটী গ্রামে ঘটনটি ঘটেছে ।
এ ঘটনায় প্রেমিক রাসেল মিয়ার বাবা ইছব আলী বাদী হয়ে প্রেমিকার বাবা আবুল হাসেম কে প্রধান অসামীসহ ১৪ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ইছব আলী উল্লেখ করেন, রাসেল আমার তৃতীয় ছেলে সে বাড়ীতে থাকে এবং রাজমিস্ত্রীর কাজ করেন। গত বুধবার সকালবেলা রাসের মিয়া কাজের উদ্দেশে বাড়ী থেকে বের হয়ে রাতে বাড়ীতে ফিরে না ফিরলে আমরা তাকে খোজাখুঁজি করতে থাকি। পরদিন পাশের বাড়ির মেয়ের বাবা আবুল হাসেম আমার বাড়ীতে এসে জানান যে, আমার ছেলে তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এবং দু-একদিনের মধ্যে মেয়েকে এনে না দিলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে বলে হুমকীও দিয়ে যায়।
এরই জেরে মেয়ের বাবা আবুল হাসেম গংরা শুক্রবার আমার বাড়ি ঘরে হামলা ভাংচুর এবং লুটপাট করেছেন।
সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, আমি ঘটনাস্থালে গিয়েছিলাম, প্রেম সংক্রান্ত বিষয়, ছেলে-মেয়ে পালিয়ে গিয়েছে।এর জের ধরে বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছেলের বাবার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।














