গতকাল শুক্রবার সিলেটের বিশ্বনাথে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বিশ্বনাথ পৌরশহরের প্রাণকেন্দ্র অবস্থিত জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসায় উক্ত ইফতার মাহফিলে আলেম-উলামা,সাংবাদিক, শিক্ষক,ব্যবসায়ী, এতিম,দিনমজুর,বিভিন্ন পেশার সহ প্রায় দূইশতাধিক সাধারণ রোজাদারও ছিলেন । জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ এর প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল ইসলাম । মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিকের আলোকিত বিশ্বনাথের এর সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন,বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, প্রবাসী কমিউনিটি নেতা মোঃ নূরুল ইসলাম, মোঃ লাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সানু মিয়া,বিশ্বনাথ প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ,সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, লন্ডন-বাংলা ভয়েচের সিলেট প্রতিনিধি মাসুম চৌধূরী, সংগঠক আব্দুল হালিম অপু প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে টেলিকনফারেন্সে ব্রিটেন থেকে বক্তব্যকালে
প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের চ্যারিটি কোডিনেটর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বক্তব্য রাখেন । বক্তব্যকালে তিনি জানান, প্রাউড টু বি সিলেটি “উই বিলিব ইন ইউনিটি” এই লক্ষ্য নিয়ে বিগত ৪’বছর ধরে বৃটেন থেকে বাংলাদেশের আর্ত-মানবতার সেবায় ও ইউকে বাংলাদেশ কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে । প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে.
করোনার মহামারীতে চ্যানেল এস এর ফিড ফাইভ থাউজ্যান্ড ফ্যামিলিস ইন বাংলাদেশ ক্যাম্পেইনে আট হাজার দুই শত নয় পাউন্ড সিক্সটি পেন্স কালেকশন করার মাধ্যমে করোনার সংকটে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ
কভিড ১৯ তথা করোনা ভাইরাসে নিহতদের দাফন কাফনের কাজে নিয়োজিত মানবতার সেবায় সহযোগিতাকারী মৌলভীবাজার জেলার দুটি সংগঠনকে ৫০ হাজার টাকা প্রদান ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের অসহায় রুগী তাসরীন আক্তার নদীকে ৫ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান সহ ইতিমধ্যে ২১ টি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থপন করে চলছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে। প্রতিবছরের মতো এবছর ও পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সিলেট বিভাগের চারটি জেলার ২০ টি মাদ্রাসায় একদিনের ইফতারী খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
বিশ্বনাথে প্রাউড টু বি সিলেটী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, অন্যতম সংগঠক আব্দুর রহিম রন্জু ,কদর উদ্দিন ও চ্যারিটি কোডিনেটর মোহাম্মদ মকিস মনসুর এর যৌথ অর্থায়নে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।














